কুমারখালী থেকে ৫ কিঃ মিটার পূর্বে, জগন্নাথপুর ইউপির শেষ সীমানায় অবস্থাণ
কুমারখালী থেকে ৫ কিঃ মিটার পূর্বে, ফ্যান, মোটর বাইক, আটো যোগে যাতায়াত করা যায়।
পদ্মা নদী যখন ভরা মৌসুমে পানিতে ভরে যায় তখন নদীর পানি জগন্নাথপুর খালে আসে, নদীর পানির সাথে পদ্মা নদীর বিভিন্ন প্রকার মাছ খালে বিচারন করেন। এবং জেলেরা এই মাছ ধরে জিবীকা নির্বাহ করেন। খালের মাছ অনেক সু-স্বাদু হয়। ভরা মৌসুমে খালের মাছের দাম কম থাকায় সকলেই মাছ ক্রয় করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস