ইহা একটি ঐতিহ্য বাহী বিল যেখানে বর্ষাকালে পানিতে ভরে যায় আর সেখানে অতীথি পাখি আসে বিলের প্রকৃতি দেখতে অনেক গ্রামের লোক আসে । বর্ষার পানিতে শাপলা ফুল ফোটে যাহা দেখতে খুবই আকর্শনীয়। এখানে বিভিন্ন প্রজাতির দেশী মৎস্য বিচরন করে। গ্রামের জেলেরা বর্ষাকালে বিল থেকে মাছ ধরে জিবিকা নির্বাহ করেন। বর্ষার পানিতে যথন বিল ভরে যায় তখন বিল দেখতে অনেক সুন্দর ও আর্কষনীয় লাগে। গ্রামের ছোট ছোট বাচ্চারা এই বিলের পানিতে সাতার কাটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস