Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জগন্নাথ ইউনিয়ন পরিষদ ভবন
বিস্তারিত

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ, চাঁপাইগাছি গ্রামে অবস্থিত। জগন্নাথপুর পরিষদ ভবনে  ১৪ টি  রুম আছে।  এর মধ্যে একটি হলরুম,একটি চেয়ারম্যানের কার্য্যালয়, একটি সচিবের কার্য্যালয়,কৃষি অফিস, ভূমি অফিস, গবাদিপশু কৃত্রিম প্রজনম অফিস, ইউ আই সির অফিস,আনছার ভিডিপি,স্বাস্থ্য ইত্যাদি আছে। পরিষদে একজন চেয়ারম্যান,নয় জন সাধারন সদস্য তিন জন সংরক্ষিত আসনের সদস্য নয় জন মহল্লাদার( একজন মহিলা সহ) একজন দফাদার ও একজন সচিব তিনি অফিসের সাচিবিক দায়িত্ব পালন করেন এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দুই জন উদ্যোক্তা সাধারন জনগনের সার্বিক ও সার্বক্ষনিক সেবা প্রদান করেন। ডিজিটাল পদ্ধতিতে অফিসের যাবতীয় কাজ কর্ম পরিচালিত হয়।