এস.এল.এস প্রকল্প
অর্থায়নে- UKAID Through Maxwell Stamp (PLC)
সহযোগিতায়- কমিউনিটি লিগ্যাল সার্ভিস সি.এল.এস
বাস্তবায়নে- ওভেব ফাউন্ডেশন
প্রকল্পপের লক্ষ্যঃ আইনি সেবার মাধ্যমে জনগনের বিশেষশত দরিদ্র নারী,প্রান্তিক জনগোষ্ঠি এবং সুবিধা বঞ্চিতদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা।
প্রকল্পের উদ্দেশ্যঃ * আইনগত ও মানবধিকার আদায়ে জনগনের সচেতনতা সৃষ্টি ।
** দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠির জন্য স্বল্প ব্যয়ে,দ্রুত ও ন্যায্য বিচার তরান্বিত করার জন্য গ্রাম আদালত এবং সালিশী পরিষদকে শক্তিশালীকরন।
*** জরুরী সহযোগিতা ও আইনি সহায়তা পাওয়ার জন্য ভুক্তভোগীদেরকে জেলা,উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে যোগযোগ স্থাপন।
**** স্থানীয় বিচার ব্যাবস্থা তরান্বিত করার জন্য প্রকল্প কর্মীদের সক্ষমতা বৃদ্ধি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস